অনন্ত আম্বানিকে শ্রদ্ধা জানাতে ১.৫ মিলিয়ন ডলার মূল্যের বিশেষ ঘড়ি ‘ভান্তারা ওয়াচ’

SHARE
আমেরিকান বিলাসবহুল গয়না ও ঘড়ি প্রস্তুতকারক ব্র্যান্ড ‘জ্যাকব অ্যান্ড কোং’ একটি বিশেষ ঘড়ি উন্মোচন করেছে। ঘড়িটির দাম প্রায় ১.৫ মিলিয়ন ডলার। ঘড়িটি তৈরি করা হয়েছে অনন্ত আম্বানি এবং তার বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প ‘ভান্তারা গ্লোবাল ওয়াইল্ডলাইফ রেসকিউ অ্যান্ড কনজারভেশন সেন্টার’কে শ্রদ্ধা জানাতে।

‘ভান্তারা’ হলো, ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র।

এটি রিলায়েন্স ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এবং অনন্ত আম্বানির তত্ত্বাবধানে রয়েছে। এই বিশাল কেন্দ্রটি আহত, নির্যাতিত এবং বিপন্ন প্রাণীদের উদ্ধার করে চিকিৎসা ও সুরক্ষা প্রদান করে। প্রায় ৩ হাজার একর জমির ওপর বিস্তৃত। এখানে বিভিন্ন প্রজাতির হাজার হাজার প্রাণী রয়েছে, যার লক্ষ্য একটি স্বনির্ভর মডেল তৈরি করা।
 

নতুন উন্মোচিত ঘড়ির নাম ‘ভান্তারা ওয়াচ’। এটি চলতি বছরের ২১ জানুয়ারি উন্মোচিত করা হয়। ঘড়িটির ডায়ালের কেন্দ্রে রয়েছে হাতে আঁকা অনন্ত আম্বানির মূর্তি, যা তার বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি প্রতিশ্রুতি দেখায়। অনন্ত আম্বানির চারপাশে রয়েছে সিংহ ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি, যা ভান্তারা অভয়ারণ্যে রক্ষিত।

পেছনের ব্যাকগ্রাউন্ড সবুজ রঙের। 

ঘড়িটিতে ৩৯৭টি রত্নপাথর ব্যবহার করা হয়েছে, যার মোট ওজন প্রায় ২২ ক্যারেট। এতে আরো রয়েছে ডেম্যানটয়েড গারনেট, সাভোরাইট, সবুজ নীলকান্তমণি এবং সাদা হীরা। প্রতিটি পাথর সৌন্দর্য যোগ করার জন্য সাবধানে বসানো হয়েছে।

কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন, নকশার কারণে সময় দেখা একটু কঠিন।

তবে ঘড়ি সংগ্রাহকরা এটিকে একটি বিরল শিল্পকর্ম হিসেবে প্রশংসা করেছেন। ভান্তারা ওয়াচ অনন্ত আম্বানির বিরল ঘড়ির সংগ্রহে নতুন সংযোজন। 

সূত্র : গালফ নিউজ।