‘সবাইকে নিয়ে পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়তে প্রস্তুত চীন’

SHARE
চীন সব পক্ষের সঙ্গে একযোগে একটি পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়ে তুলতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। বুধবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি সাম্প্রতিক তথ্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘২০২৫ সালে চীনের বিদ্যুৎ ব্যবহার ১০ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা অতিক্রম করেছে এবং নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎসে পরিণত হয়েছে, যা মোট স্থাপিত উৎপাদন সক্ষমতার ৬০ শতাংশেরও বেশি।’

গুও বলেন, ‘চীনের সবুজ উৎপাদন সক্ষমতা শুধু নিজ দেশের জ্বালানি সরবরাহই সমৃদ্ধ করছে না, বরং দক্ষিণের দেশগুলোর জন্য কম-কার্বন ও দ্রুত উন্নয়নের ব্যাপক সুযোগও তৈরি করছে।

’ 

তিনি বলেন, ‘চীনের নতুন জ্বালানি পণ্য ও প্রযুক্তি উচ্চমানের এবং সাশ্রয়ী হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর টেকসই ও সুলভ জ্বালানির জরুরি চাহিদা পূরণ করছে। এগুলো জীবাশ্ম জ্বালানির একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে এবং সবুজ উন্নয়নের নতুন পথ খুলে দিচ্ছে।’

আফ্রিকাকে উদাহরণ হিসেবে তুলে ধরে গুও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে চীন আফ্রিকার অর্ধেকেরও বেশি দেশের সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতা করেছে। শত শত নতুন জ্বালানি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা আফ্রিকার প্রাকৃতিক সম্পদের সুবিধাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তর করছে।

’ 

গুও বলেন, ‘সবুজ রূপান্তর কেবল মানব সমাজের টেকসই উন্নয়নের জন্যই সহায়ক নয়, বরং সব দেশের সমান উন্নয়নের অধিকার আরো ভালোভাবে সুরক্ষিত করতেও সহায়তা করে। চীন ভবিষ্যতেও সব পক্ষের সঙ্গে মিলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়তে কাজ করতে প্রস্তুত।’