ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। নিহতদের মধ্যে তিনজন নারী ও ছয়জন শিশু।

SHARE
ATTENTION EDITORS - VISUAL COVERAGE OF SCENES OF INJURY OR DEATH Dead and wounded people are seen at the scene of a suicide attack in Sanaa October 9, 2014. At least 20 people were killed on Thursday in the suicide attack in the centre of the Yemeni capital Sanaa, a Reuters witness said. REUTERS/Khaled Abdullah (YEMEN - Tags: POLITICS CIVIL UNREST) TEMPLATE OUT

বিশ্ব সংবাদ ডেস্ক:

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। নিহতদের মধ্যে তিনজন নারী ও ছয়জন শিশু।

শুক্রবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় এলাকায় এ হামলা চালানো হয়। স্থানীয় স্বাস্থ্য দফতরের প্রধান ড. আবদেল ইলাহ আল আজিজি বলেন, ভোরে সাদা শহরের দক্ষিণ-পশ্চিমে মাহদা জেলার একটি বাড়িতে এ হামলা চালানো হয়।

স্থানীয়রা জানান, শুক্রবারের হামলায় নিহতদের অধিকাংশের বয়সই ১৮ বছরের নিচে। ইয়েমেনের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্টকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট।

২০১৭ সালের জানুয়ারিতে জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনের বিদ্যমান খাদ্য সংকট চলতি বছরই দুর্ভিক্ষে রূপ নিতে পারে। ডব্লিউএইচও জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তীব্র খাবার সংকটও দেখা গেছে।