বিশ্ব সংবাদ ডেস্ক:
পাকিস্তানের অন্তর্বর্তী মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় এ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নাম চুড়ান্ত না হওয়ায় শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।
নওয়াজ শরিফের সঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির বৈঠকের কয়েক ঘণ্টা পর শপথ স্থগিতের ঘোষণা দেয়া হয়। বুধবার সকালে উত্তরাঞ্চলীয় শহর মুরিতে যান আব্বাসি। সেখানেই আব্বাসি ও নওয়াজের বৈঠক হয়।
ওই বৈঠকে নওয়াজ শরিফের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফও উপস্থিত ছিলেন। নতুন মন্ত্রিপরিষদ নিয়ে নওয়াজের সঙ্গে আলাপ করেন আব্বাসি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, নতুন মন্ত্রিপরিষদে নওয়াজ সরকারের অনেক মন্ত্রীই অন্তর্ভূক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে নওয়াজের চেয়ে আব্বাসির মন্ত্রিপরিষদের আকার ছোট হবে। তবে শপথ অনুষ্ঠানের পরবর্তী তারিখ এখনো জানানো হয়নি।