বরিশালে পুলিশকে পিটিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনতাই

SHARE

মো: জাবের হোসেন বাবু:  বরিশালের মেহেন্দিগঞ্জে পশ্চিম রতনপুর এলাকায় পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তার স্ত্রীসহ কয়েকজন নারী।
সোমবার রাতের ওই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- রতনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই  মো. হারুন, কনস্টেবল মো. মহিউদ্দিন ও ফজলুর রহমান। এএসআই বলেন, পশ্চিম রতনপুর গ্রামের লিমন ওরফে বাবু তালিকাভুক্ত ও একাধিক মামলার আসামি। সোমবার সন্ধ্যার পর ইয়াবা নিয়ে খাসেরহাট এলাকার উদ্দেশে রওনা হয়।

খবর পেয়ে পুলিশ গ্রামের রুমি মেম্বারের বাড়ির সামনের সড়কে অবস্থান নেয়। লিমনকে আটক করার সঙ্গে সঙ্গে তার হাতে থাকা ইয়াবার পোটলা পাশের পুকুরে ফেলে দেয়।

প্যান্টের পকেটে থাকা ইয়াবা পুকুরে ফেলতে পারেনি। ওই ইয়াবা রাস্তার ওপর ফেলে পা দিয়ে মাড়িয়ে কাদার মধ্যে ঢুকিয়ে দেয়।

পরে লিমন তাকে হয়রানি করতে আটক করা হয়েছে বলে চিৎকার শুরু করে। তখন তার স্ত্রী ইয়াসমিনসহ আরও কয়েকজন নারী এসে তাদের ঘেরাও করে।

এক পর্যায়ে পুলিশের ওপর হামলা করে লিমনকে ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় এএসআই হারুন বাদী হয়ে কাজিরহাট থানায় মামলা করেছেন।