সুন্দরবনে জলদস্যুর ৩ সদস্য আটক

SHARE
সাতক্ষীরা সংবাদদাতা :  সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী সংলগ্ন বড় কেয়াখালী খাল থেকে ৪টি অস্ত্র ও ৮২ রাউন্ড গুলিসহ জলদস্যু নুরইসলাম বাহিনীর তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮ এর সদস্যরা বড় কেয়াখালী খাল থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত জলদুস্যরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের আবদুল কাদের, সোরা গ্রামের  মো. ইসা ও জয়মনি গ্রামের নাজমুল।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান বিষয়টি নিশ্চিত করে জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী সংলগ্ন বড় কেয়াখালী খালে জলদস্যুরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি এক নালা বন্দুক, একটি দোনালা বন্দুক, একটি ২২ রাইফেল ও একটি ওয়ান শুটারগানসহ জলদস্যু নুর ইসলাম বাহিনীর সক্রিয় সদস্য আবদুল কাদের, মো. ইসা ও নাজমুলকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব ৮ এর সিনিয়র এএসপি মো. জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃত জলদস্যুদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।