গোয়েন্দা ঘটক

SHARE

বিনোদন ডেস্ক:  সাজ্জাদ পেশায় একজন প্রাইভেট ডিটেকটিভ। একদিন সকালে একটা কেস এসে হাজির তার দরজায়। অহনা নামে একজন নারীকে ফলো করতে হবে। কোথায় থাকে? কোথায় যায়? কি করে? ইত্যাদি। কেসটা নিয়ে এসেছে তার স্বামী নবীন। সাজ্জাদ প্রথমে রাজি ছিল না। অন্যের স্ত্রীর উপর নজরদারী! কিন্তু পকেটের যা অবস্থা তাতে কেসটা না নিলেই নয়।গোয়েন্দাগিরি করতে গিয়ে সাজ্জাদকে ছদ্মবেশ নিতে হয়। কখনো ফল বিক্রেতা, কখনো চানাচুরওয়ালা, কখনো আবার সিএনজিচালক। এভাবে ফলো করতে গিয়ে একবার ধরাও পড়ে। খেতে হয় উত্তম-মধ্যম। গোয়েন্দাগিরি করতে করতে একটা সময়ে অহনাকে ভালো লেগে যায় সাজ্জাদের। এমনই কাহিনী নিয়ে নির্মিত হয়েছে স্বল্প বিরতির নাটক ‘গোয়েন্দা ঘটক’। মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও মৌসুমী হামিদ। আরও আছেন আরফান আহমেদ। বাংলাভিশনে ঈদের দিন রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি প্রচার হবে।