শিশুর লিভার সমস্যার লক্ষন ও চিকিৎসা

SHARE

 

সন্তানের সুস্বাস্থ্যের জন্য বাবা মা সর্বদাই উদগ্রীব হয়ে থাকেন। সন্তানের সামান্য অসুস্থতাও মা বাবার কাছে আতংকের বিষয়। আর তাও যদি হয় লিভার সমস্যা, তাহলে তো শুধু মা বাবারই নয় সকলেরই শরীর শিউরে উঠে। কিন্তু মেনে নিতে কষ্টদায়ক হলেও, আজকাল অনেক শিশুই বেশ কিছু কারনে লিভার সমস্যায় ভুগে থাকে। তাই শিশুর লিভারের সমস্যা বোঝার উপায়, কারন ও কিছু চিকিৎসা সম্পর্কে অবগত থাকুন।

লক্ষণ

সাধারনত শিশুর হজমে সমস্যা থেকেই লিভারে সমস্যার সুত্রপাত হয়। এছাড়াও আনুসাঙ্গিকভাবে দেখা যায় জন্ডিসজনিত নানা লক্ষণ।

আশংকাজনকভাবে এসময় শিশুর ওজন হ্রাস পায়।
লিভারে সমস্যা হলে, শিশুর শরীরে ফ্লুইড জমে শরীর ফুলে যায়।
খুব ছোট শিশুদের ক্ষেত্রে, ব্যাকটেরিয়া,ভাইরাস ও বিভিন্ন প্যারাসাইট এর সংক্রমনের মাধ্যমে শরীরে হেপাটাইটিস বি, নন এল, নন বি থেকে লিভারে সমস্যা হতে পারে।
অনেকসময় ম্যালেরিয়া জ্বর থেকেও লিভারে সমস্যা হতে পারে।
আজকালকার শিশুরা প্রচুর ফাস্টফুড খেতে পছন্দ করে। অতিরিক্ত ফাস্টফুড থেকেও লিভারে ফ্যাট জমে, লিভার সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসাঃ

লিভারের সমস্যার লক্ষণগুলো পরিলক্ষিত হলে, অবশ্যই দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্লাড টেস্ট করে লিভারের অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে।

সহজেই হজম হয়, শিশুকে এমন খাবার খাওয়াতে হবে।

অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার বাদ দিতে হবে।
শিশুকে কম তেল, কম মসলাযুক্ত খাবার খাওয়াতে হবে।
বেশী করে ডাবের পানি, শরবত, গ্লুকোজ দিতে হবে।
ফাস্টফুড জাতীয় খাবার বন্ধ করতে হবে।

এসবকিছু মেনে চললে আপনার সন্তান লিভার সংক্রান্ত অসুখগুলো থেকে খুব দ্রুত সুস্থ হয়ে ফেরত আসবে।