আমাকে আওয়ামী লীগের বটবাহিনী টার্গেট করছে : প্রেস সচিব

SHARE

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের যে বটবাহিনী টার্গেট করছে। টার্গেট করার সময় যেটা ওরা করছে, এটা খুবই ভয়াবহ। সে আমাকে তো টার্গেট করছেই, আমার ওয়াইফ আমার মেয়ে আমার আত্মীয়-স্বজন যাদের আমি ছবি দিয়েছি। সবার ছবি তারা বিকৃত করেছে এবং এত ভয়াবহভাবে বিকৃত করেছে যে, তারা অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন।

সোমবার (১৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি।

তিনি বলেন, সে শেয়ার করছে, সে এমন কিছু না পুরো অনলাইন স্পেয়ারে আমার ওয়াইফ আমার মেয়ে আমাদের আত্মীয়-স্বজন সবার ছবি তারা এটাকে দিয়ে টার্গেট করছে। এটা তো আমার একা হচ্ছে এবং তারা খুবই আমি দুঃখিত যে, আমি এখন অনেক বছর পরে আমি বুঝলাম যে বিষয়টা কি। ফলে যেটা হয়েছে যে আমার প্রত্যেকটা আত্মীয়-স্বজন আমার ভাই-বোন সবাইকে আমার আনফ্রেন্ড করতে হয়েছে।
আমার এই যে, গত ১০ বছর ধরে আমি যার ছবি তুলেছি সবগুলোকে আমার সরাতে হয়েছে।