চট্রগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই ভাগ হয়ে পড়ে। পেছনের ১১টি বগি রেখে লেগে থাকা ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে ইঞ্জিন।
আজ সোমবার (১৮ আগস্ট) আশুগঞ্জ স্টেশনের পূর্ব পাশে বৈকণ্ঠপুর নামক এলাকায় ট্রেনের বগিগুলো আলাদা হয়ে যায়। পরে সামনের ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে পৌঁছায় আন্ত নগর মহানগর এক্সপ্রেস ট্রেন।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দায়িত্বরত মাস্টার মো. শাকির জাহান ও ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম এ তথ্য জানান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
স্টেশন সূত্র জানায়, বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশন ঢোকার মুহূর্তে ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আলাদা হয়ে যায়।
এতে পেছনের ১১টি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ প্রবেশ করে। তবে কি কারণে এমন ঘটনা ঘটে সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ দিকে এ ঘটনায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া, মহানগর গোধূলি আখাউড়া, কর্ণফুলী এক্সপ্রেস তালশহর স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে ডাউন লাইন দিয়ে আপ লাইনের ট্রেন চালানো হয়।