বাংলাদেশ ডেস্ক:
ফরিদপুরে ছেলের হাতে খুন হলেন মা। জেলা কোতয়ালি থানা পুলিশ জানায়, ঢাকায় যাওয়ার বিষয় নিয়ে মা, বুধবার সন্ধ্যায় ফাতেমা পারভীনের সঙ্গে ঝগড়া হয় ছেলে আবদুস সাদির। একপর্যায়ে সাদি তার মাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
মারাত্মক আহত অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মা ফাতেমা পারভীন মারা যান।
ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। এ ঘটনায় বাবা নজরুল ইসলাম কোতোয়ালি থানায় ছেলে আবদুস সাদিকে আসামি করে মামলা দায়ের করেছেন।