
অভিযোগে জানা যায়, উপজেলার আইনপুর এতিমখানার ঐ শিশু ছাত্র রবিবার বিকালে বিনোকদিয়া বাজারে একটি চায়ের দোকানে যায়। এ সময় দোকানটিতে কোন ক্রেতা না থাকার সুযোগে চায়ের দোকানদার লুৎফর রহমান (৪৫) শিশুটিকে ফুঁসলিয়ে দোকানের ভিতরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে লোকজন ছুটে আসলে লুৎফর পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
শিশুটির মা জানিয়েছেন, পার্শ্ববর্তী সালথা উপজেলার গট্রি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের মৃত্যু সোবহান মাতুব্বরের ছেলে লুৎফর আমার শিশু ছেলেকে দোকানে ডেকে নিয়ে বলৎকার করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
থানা অফিসার ইনচার্জ বলেন, কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।