২৪আওয়ার ডেস্ক : পশ্চিম অস্ট্রেলিয়ার সৈকতে সার্ফিং করার সময় হাঙ্গরের আক্রমণে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল তিনটার দিকে ১৭ বছরের ওই কিশোরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার পিতা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মা ও দুই ভাইবোনের সামনেই দেশটির জনপ্রিয় সার্ফিং অঞ্চল এসপেরান্সের নিকটে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। গত ১২ মাসের মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়াতে হাঙ্গর সংক্রান্ত তিনটি মারাত্মক আক্রমণের এটি একটি।
এর আগে, ২০১৪ সালেও ওই একই সৈকতে হাঙ্গরের আক্রমণে অপর এক সার্ফার তার এক হাত হারিয়েছিলেন। নেভিল ম্যানস্টেড নামের ওই ব্যক্তি জানিয়েছেন, এরপর থেকে তিনি আর ওই স্থানে সার্ফিং করতে যাননা। আর গতকালের ঘটনায় ওই সৈকতে ৪৮ ঘণ্টার জন্য সার্ফিং সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।