চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করল ভারত

SHARE

 ২৪আওয়ার বিডি রিপোর্ট  :  বাংলাদেশি নাগরিকদের ভিসাপ্রাপ্তির ভোগান্তি কমানোর প্রক্রিয়ায় এবার চিকিৎসা ভিসা প্রদানের শর্ত শিথিল করেছে ভারত। এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশিরাও চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

সোমবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যারা রোগ নির্ণয়ের জন্য ভারতের কোনো হাসপাতালে যেতে চান, তাদের আবেদনও এখন থেকে মেডিক্যাল ভিসার জন্য গ্রহণ করা হবে। এক্ষেত্রে স্বীকৃত কোনো ভারতীয় হাসপাতালে সাক্ষাতের জন্য সময় নির্ধারণের প্রমাণপত্র এবং রোগটির বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের চিকিৎসকের ব্যবস্থাপত্র ভিসার আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।

চিকিৎসা ভিসা প্রদানের ক্ষেত্রে অন্যান্য নিয়ম-কানুন ও শর্ত অপরিবর্তিত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্রগুলো ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এবং ঢাকার বাইরে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য www.ivacbd.com সাইটটি দেখতে বলা হয়েছে।