রাতে মাঠে নামছে বার্সা-রিয়াল

SHARE

1860দারুণ সময় কাটাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কোপার কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের একবার পরখ করে নেয়ার সুযোগ পাচ্ছে লুইস এনরিকের শিষ্যরা। লা লিগার লড়াইয়ে ক্যাম্প ন্যুতে আজ বিলবাওয়ের।  ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়। একই রাতে লা লিগার অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ মোকাবেলা করবে স্পোটিং গিজনকে। এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

অ্যাটলেটিক ক্লাবের বিপক্ষে ঘরের মাঠের লড়াইয়ে পুরোশক্তির দলই মাঠে নামাচ্ছে কাতালান বস এনরিকে। মূলত কোপার লড়াইয়ের আগে সবাইকে একবার ঝালিয়ে নেয়ার সুযোগ করে দিতে চান এনরিকে। এসপানিওলের বিপক্ষে কোপা দেল রের লড়াইয়ে বিশ্রামে থাকা লুইস সুয়ারেজ ও নেইমার আজ দলের সঙ্গে যোগ দেবেন।

গত শুক্রবার কোপার শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়। গত আসরে অ্যাটলেটিক বিলবাওকে হারিয়েই কোপা দেল রের শিরোপা জিতেছিল বার্সেলোনা। তবে এবার কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে দল দুটির।

লা লিগার অপর ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ স্পোটিং গিজন। নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে আজ দ্বিতীয়বারের মতো মাঠে নামবে লা ব্লুাঙ্কোসরা। ফ্রেঞ্চ কোচের অধীনে প্রথম ম্যাচে বড় জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও জয় ব্যাপারে বেশ আশাবাদী রিয়াল মাদ্রিদ।

এদিকে অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করায় সম্প্রতি দলবদলের নিষেধাজ্ঞার মুখে পড়ে রিয়াল মাদ্রিদ। সব বিতর্ককে পেছনে ফেলে ঘরের মাঠে লড়াইয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় রিয়াল। দলের কোচ জিনেদিন জিদানও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। ঘরের মাঠে রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্সই রিয়াল কোচকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে।