বিটিআরসির নতুন ডিজি কর্নেল নাসিম

SHARE

1388নতুন একজন মহাপরিচালক (ডিজি) পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মো. নাসিম পারভেজকে এই দায়িত্ব দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে নাসিম পারভেজকে নতুন পদে নিয়োগ দিয়েছে।

বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে ওই পদে কর্নেল নাসিম পারভেজকে দায়িত্ব দিল সরকার।

বর্তমান জনবল কাঠামো অনুযায়ী, টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক বিটিআরসিতে একজন চেয়ারম্যান ছাড়াও ৬ জন মহাপরিচালক থাকেন। তারা বিভিন্ন উইং পূর্ণকালীন দায়িত্ব পালন করে থাকেন।