শ্রীপুরে মার্কেটে ও টঙ্গীতে পুরাতন মালামালে অগ্নিকাণ্ড

SHARE

882গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ছয়টি দোকান ও মালামাল পুড়ে গেছে। একই রাতে টঙ্গীতে পুরাতন মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া জানান, ভোর সাড়ে চারটার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় হাজী ছমির উদ্দিনের টিনশেড মার্কেটে আগুন লাগে। মুহূর্তে আগুন ওই মার্কেটের ওয়ার্কশপ, মোবাইল সার্ভিসিং, মুদি দোকানসহ ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওইসব দোকানের মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ওই কর্মকর্তার ধারণা।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, একই রাত দুটার দিকে টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকায় পরিত্যাক্ত জায়গায় রাখা মানিক মিয়া, মোকলেছ মিয়া ও সাদ্দাম হোসেনের পুরাতন মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে পুরাতন কাঠ, পলিথিন, ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বিড়ি/সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তার ধারণা।