জোর করে কাউকে গম দেয়া যাবে না: হাইকোর্ট

SHARE

gom30আদালতের পর্যবেক্ষণ দিয়ে গম সংক্রান্ত রিটের নিষ্পত্তি করেছেন হাইকোর্ট।

পর্যবেক্ষণে বলা হয়েছে, ব্রাজিল থেকে আমদানি করা গমের মধ্যে যা বিতরণ হয়ে গেছে, কেউ তা ফেরত দিতে চাইলে সরকারকে তা ফেরত নিতে হবে। আর কেউ ওই গম নিতে না চাইলে তাকে তা জোর করে দেয়া যাবে না।

বুধবার দুপুরের পর বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রিটটির নিষ্পত্তি করেন।

এর আগে গত ৫ জুলাই রিটটির ওপর শুনানি শেষে বুধবার আদেশের দিন ধার্য করা হয়।