ব্যাংক লুটেরাদের নাম প্রকাশ করুন : বিএনপি

SHARE

ripon2দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোতে লুটপাটের নেপথ্যে সরকার দলীয় লোকজনকে দায়ী করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এদের তালিকা প্রকাশ করার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামন রিপন বলেন, অর্থমন্ত্রী বলেছেন, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর এই দূরবস্থার জন্য সরকার দলীয় দুষ্ট লোকেরা জড়িত। শাসকদলের কারা জড়িত জাতির সামনে তাদের নাম প্রকাশ করুন, মুখোশ উন্মোচন করুন।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, শাসকদলের লোকজনের সীমাহীন দুর্নীতিতে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে এবং খেলাপী ঋণের পরিমান বেড়েছে। এসব ঘটনায় সরকারি দলের ছাত্রলীগ, যুবলীগ জড়িত। ব্যাংকগুলোতে যে পরিমান ঋণ অনাদায়ী রয়েছে, তাতে তিনটি পদ্মা সেতু করা যেতো।

রিপন বলেন, ব্যাংক লুটপাটের ঘটনার নেপথ্যে শাসকদলের জড়িত থাকার বিষয়টি অর্থমন্ত্রী স্বীকার করেছেন। বলেছেন, দল থেকেই এই বিষয়ে প্রশ্রয় দেওয়া হয়।’ অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘ব্যাংক দুর্নীতিতে জড়িতদের সম্পর্কে জানা সত্ত্বেও যখন ব্যবস্থা নিতে পারলেন না, তখন পদত্যাগ করলেন না কেন?

রাষ্ট্রীয় ব্যাংকের টাকা লুটপাট করে সুইস ব্যাংকে জমানো এবং মালেয়শিয়ায় সেকেন্ড হোম কেনা হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, কারা এগুলো করেছে জনগণ তাদের নাম জানতে চায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৬ বছর সরকার লুটপাট না করলে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জিত হতো। একই সঙ্গে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতো।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে নাজিম উদ্দিন আলম, আবদুল লতিফ জনি, জহুরুল হক শাহজাদা মিয়া, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।