বিরোধী দলীয় নেতা ছাড়াই চলবে ভারতের এবারের সংসদ

SHARE

সংসদীয় গণতন্ত্রের নজিরবিহীন হলেও পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের এবারের লোকসভায় কোনো বিরোধী দলীয় নেতা থাকছেন না।

স্পিকার সুমিত্রা মহাজান অতীতের নজির ঘেঁটেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছে এনডিটিভি।83712_1

ভারতের সংসদীয় আইন অনুসারে বিরোধী দলীয় নেতা হলে তার দলকে সংসদে বৃহত্তম বিরোধী দল হতে হবে এবং সংসদের মোট আসনের অন্তত ১০ শতাংশ বা ৫৫টি আসনে পেতে হবে।

কিন্তু ১৬তম লোকসভা নির্বাচনে কংগ্রেস বৃহত্তম বিরোধী দলের মর্যাদা পেলেও আসন পেয়েছে মাত্র ৪৪টি। এরপরেই রয়েছে জয়ললিতার এআইএডিএমকে, পেয়েছে ৩৭টি আসন।

নির্বাচনে বিজেপি এককভাবে ২৮২ আসন এবং জোটগতভাবে ৩৩৬ আসনে জয় পেয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে তিনি সংসদীয় নজির ঘেঁটে দেখবেন যে কংগ্রেসকে প্রধান বিরোধী দলের নেতার আসনে বসানো যায় কিনা।

তবে স্পিকার সংসদের নজির ঘেঁটে দেখতে পান যে ভারতে এর আগেও বিরোধী দলীয় নেতা ছাড়াই সংসদ চলেছে।

জওহর লাল নেহরু ও রাজিব গান্ধীর সময় কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সে সময় তৎকালীন বিরোধী দল ৫৫ আসন না পাওয়ায় সংসদে কোনো বিরোধী দলীয় নেতা ছিল না।

গত সংসদে লোকসভায় বিরোধী দলীয় নেতা ছিলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ।