ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জয় পেল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ঘরের মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে অ্যান্টিগা।
আগের দুই ম্যাচে ব্যাটিংয়ে নেমে ২৪ রান করা সাকিব আজও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ইনিংস গড়ার দায়িত্বে নেমে ১৩ বলে করেন মাত্র ৭ রান।
তবে বল হাতে নিজের একমাত্র ওভারে মাত্র ২ রান দিয়ে ফেরান অভিজ্ঞ ব্যাটার ড্যারেন ব্রাভোকে। সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ওয়াইড লং অনে ক্যাচ দিয়েছেন ৮ বলে ২ রান করা ব্রাভো।
প্রথমে ব্যাট করে অ্যান্টিগা তোলে ৬ উইকেটে ১৬৭ রান। জবাবে ত্রিনবাগোকে একসময় স্বস্তিতেই মনে হচ্ছিল।
কিন্তু শেষ ওভারের নাটকে জমে ওঠা ম্যাচে জয় তুলে নেন সাকিবরা। কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ের পরও শেষ পর্যন্ত ১৫৯ রানে থেমে যায় ত্রিনবাগো।
অ্যান্টিগার পেসার ওবেদ ম্যাকয় ৪ উইকেট শিকার করে হন ম্যাচসেরা। শেষ ওভারে কাইরন পোলার্ডকে আটকে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামার স্প্রিঙ্গার।
চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে পয়েন্ট তালিকায়ও স্বস্তি ফিরেছে সাকিব আল হাসানের দলের শিবিরে। আপাতত শীর্ষে রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।