কাফুর বাজি জার্মানি

SHARE

বিশ্বকাপ ফাইনালে জার্মানি অবশ্যই ফাইনাল খেলবে বলে মনে করছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফু। তিনি বলেন, ফাইনালে ব্রাজিল-জার্মানি মুখোমুখি হবে তাতে কোনো সন্দেহ নেই।83718_1

২০১০ বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছা কোচ জোয়াচিম লো’র শিষ্যদের দারুণ সমীহ করছেন সাবেক সেলেসাও অধিনায়ক। এই রকম তারুণ্য নির্ভর দল নিয়েই সে বছর আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলেন বলে মনে করছেন কাফু।

কাফুর বিশ্বাস গত চার বছরে জার্মানরা আরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছে এবং ১৩ জুলাই রিওতে স্বাগতিকদের প্রতিপক্ষ হবেন তারাই।

স্পোর্টসইনফরমেশন ডাইনেস্টকে দুইবারের বিশ্ব কাপ জয়ী কাফু বলেন, ‘জার্মানি খুবই শক্তিশালী একটা দল। এখানে (ব্রাজিল) তারা খুবই শক্তিশালী মানের দল। জার্মানি বেশ ভালভাবে উন্নতি করেছে।’

তিনি আরও বলনে ‘আমাদের সবার বিশ্বাস ফাইনালে আমরা জর্মানির বিপক্ষে খেলব। তারা অবশ্যই ফাইনালে পৌঁছাবে।’

২০০২ বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারানো ব্রাজিল দলের নেতৃত্বে ছিলেন কাফু।