ভুয়া হেডস্কার্ফে সু চি

SHARE

মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চির মাথায় ভুয়া ইসলামিক হেডস্কার্ফ পরানোর জন্য দুঃখপ্রকাশ করেছেন দেশটির তথ্যপ্রতিমন্ত্রী।83727_1

সু চির মাথায় হেডস্কার্ফ পরানোর ছবিটি প্রকাশিত হয় তথ্যপ্রতিমন্ত্রী ইয়ে হাটের স্ত্রী খিন সান্দার তুনের ফেসবুক পেজে।

তারপর আরেকজন ফেসবুক ব্যবহারকারী ‘এ সপ্তাহের নারী’ শিরোনামে ছবিটি প্রকাশ করলে সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

মিয়ানমারে রাজনৈতিক সংস্কার ও বাক স্বাধীনতা বেড়ে যাওয়ায় মুসলিম বিরোধী মনোভাবও বেড়ে গেছে।

বহু মৌলবাদী বৌদ্ধ সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর কাজে ফেসবুক ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।

গত দুবছরে রাখাইন রাজ্যে বেশ কয়েকবার মুসলিম বিরোধী দাঙ্গার সৃষ্টি হয়েছে যাতে বহু রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি