ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে আর কী করতে হবে শ্রেয়াসকে

SHARE

এশিয়া কাপের দল নিয়ে বিতর্ক থামছেই না ভারতে। বিশেষ করে টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে শ্রেয়াস আইয়ারের জায়গা না হওয়ায়। স্বীকৃত টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় ব্যাটারে দল জায়গা পাওয়া উচিত ছিল বলে জানান রবিচন্দ্রন অশ্বিনসহ আরো অনেকে।

ছেলে শ্রেয়াসকে টি-টোয়েন্টি স্কোয়াডে দেখতে না পেরে হতাশ হয়েছেন সন্তোষ আইয়ার।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, আর কী করলে দলে সুযোগ পাবে সে। তিনি বলেছেন, ‘জানি না, ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে হলে শ্রেয়াসকে আর কী করতে হবে। বছরের পর বছর আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছে। দিল্লি ক্যাপিটালস, থেকে কলকাতা নাইট রাইডার্স, সর্বশেষ পাঞ্জাব কিংসে অধিনায়কত্বও করেছে সে।
২০২৪ সালে কলকাতা তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে। এবার পাঞ্জাবকে ফাইনালে তুলেছে।’

দল ঘোষণার পর নাকি শ্রেয়াস তার বাবাকে জানান, কপালে এটাই ছিল। ছেলের অভিব্যক্তি নিয়ে সন্তোষ বলেছেন, ‘‘আমার ছেলেকে অধিনায়ক করতে বলছি না, কমপক্ষে সে তো দলে থাকতে পারত।
দল থেকে বাদ পড়ার পরও সে মুখে কোনো অসন্তোষ প্রকাশ করে না। শুধু বলে, ‘আমার ভাগ্যে এটাই ছিল। তুমি এখন কিছু করতে পারবে না। ‘ সে সব সময় নম্র ও শান্ত থাকে। সে কাউকে দোষ দেয় না, কিন্তু ভেতরে পুষে রাখে।
স্বাভাবিকভাবে হতাশ হতে পারে।’

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। আর ১৭তম আসরের ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর।