আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার চেষ্টা চলছে: খালেদা

SHARE

khaleda lebour partyজাতিকে ধ্বংস করতে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এখন তাদের (আওয়ামী লীগ) দীর্ঘদিন ক্ষমতায় রাখার চেষ্টা চলছে।

রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। পরিচালনা করেন মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী।

যারা দেশ ও পরিবারকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে সম্মান করে তাদের জেগে ওঠার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, “অন্যায়, জুলুম, অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। আমরা প্রতিদিন কথা বলে যাচ্ছি, কিন্তু তাদের (সরকার) গায়ে লাগছে না।”

সাবেক প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ সরকারের অধীনে ও সবার অংশগ্রহণে নির্বাচন করা।  তবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

প্রশাসনে ভালো কর্মকর্তাদের ডিঙিয়ে দলীয় লোকদের পদোন্নতি দেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বলেন,  পুলিশ প্রশাসনেও একই অবস্থা। পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলার ধার ধারে না। দেশে মানবাধিকার বলে কিছু নেই। কেউ সরকারের সমালোচনা করলেই তাকে ধরে নিয়ে নির্যাতন করা হয়। সীমান্ত অরক্ষিত রেখে জনগণের টাকায় কেনা গুলি দিয়ে দেশের মানুষ হত্যা করছে সরকার।

ইফতার মাহফিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ প্রমুখ।

এ ছাড়া অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান,  বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ব্যারিস্টার হায়দার আলী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, ডা. রিদওয়ান উল্লাহ শাহেদী, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোতুর্জা, ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।