বছরের দীর্ঘতম দিন আজ

SHARE
golarthoআজ রোববার- ২১ জুন, বছরের দীর্ঘতম দিন। বাংলাদেশে আজ সূর্য উঠেছে ভোর ৫টা ১১ মিনিটে। অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। আজ সূর্যালোক থাকবে ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ২ সেকেন্ড। বছরের এই একটি দিনেই উত্তর গোলার্ধে এত দীর্ঘ সময় সূর্যালোক দেখা যায়।
এই দিনে সূর্য অবস্থান করে তার উত্তরায়ণের সর্বোচ্চ বিন্দুতে। উদিত হয় সবচেয়ে উত্তরে, অস্তও যায় সর্বোচ্চ উত্তরে। কর্কট রেখায় সূর্যকে আজ মধ্যাহ্নে আকাশের ঠিক মাঝখানে দেখা যায়।
বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের সভাপতি আমানুল ইসলাম সমকালকে বলেন, বাংলাদেশের মধ্যাংশ দিয়ে কর্কটরেখা যাওয়ার ফলে এই দিনে দেশের প্রায় সবস্থানে মধ্যাহ্নে সূর্য থাকবে মধ্যগগনে। মাথার প্রায় ওপরে। এ সময়ে কর্কটরেখায় কোনো লাঠি ভূমির সঙ্গে লম্বভাবে রাখলে তার ছায়া পড়বে না।
মানবজীবনে সূর্যালোকের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উপলব্ধি জাগাতে গত কয়েক বছর ধরে এই দিনটিকে কর্কটক্রান্তি দিবস হিসেবে পালন করছে অনুসন্ধিৎসু চক্র।