সিরাজ আকরাম ও লতিফের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তি মঙ্গলবার

SHARE

traibunalমানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের সিরাজ মাস্টার (কসাই সিরাজ), খান আকরাম হোসেন ও লতিফ তালুকদারের বিরুদ্ধে আগামী ২৩ জুন মঙ্গলবার চূড়ান্ত যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে সিরাজ মাস্টারের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হাসান ও খান আকরাম হোসেন ও লতিফ তালুকদারের পক্ষে ব্যারিস্টার মীর সারোয়ার হোসেন অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন শেষ করেন।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হায়দার আলী ও সায়েদুল হক সুমন যুক্তি উপস্থাপন করেন।

এর আগে গত ১৫ জুন আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। গত ২৯ মার্চ রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গত ৫ নভেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধে সিরাজ মাস্টারের বিরুদ্ধে ছয়টি এবং আবদুল লতিফ ও খান আকরামের বিরুদ্ধে যৌথভাবে চারটি অভিযোগ আনা হয়। ২০১৪ সালের ২৫ আগস্ট এই তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেন তদন্ত সংস্থা। বর্তমানে এই তিনজন কারাগারে রয়েছেন।