দক্ষিণ আফ্রিকার সেরা খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স

SHARE

viliyars0দক্ষিণ আফ্রিকারে টেস্ট দলের অধিনায়ক পদে নির্বাচিত না হলেও দেশের বর্ষসেরা খেলোয়াড়ের চার চারটি পুরস্কার জয় করে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

বুধবার কেপটাউনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ২০১৩-১৪ সালে দঃ আফ্রিকার সেরা ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ভিলিয়ার্স দঃ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, খেলোয়াড়দের (ভোটে নির্বাচিত)সেরা খেলোয়ার ও দর্শকদের (ভোটে নির্বাচিত)সেরা খেলোয়াড়- এই চারটি পুরস্কার জয় করে নেন।

ভিয়িয়ার্স পুরস্কারের জন্য পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন।এর মধ্যে শুধু বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কারটি জিততে পারেনেনি।বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হন রে টানা তিন ম্যাচে তিন সেঞ্চুরি করে রেকর্ড গড়া কুইনটন ডি কক।

এছাড়া বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়ারের পুরস্কার জয করেন নয় ম্যাচে ১৮ উইকেট শিকার করা ইমরান তাহির বর্ষসেরা বলের পুরস্কার জয় করেন দলের পেসার ডেল স্টেইন।