দাম বেড়েছে প্রযুক্তিপণ্য ও জ্বালানি তেলের

SHARE

electriccআজ বৃহস্পতিবার সংসদে পেশকৃত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে। বাজেট বিশ্লেষণে দেখা গেছে প্রস্তাবিত বাজেটে জ্বালনি তেল ও প্রযুক্তি পণ্যের দাম বাড়ছে। অন্যদিকে কমছে ভোগ্যপণ্য ও ফার্নিচারের দাম।

যেসব পণ্যের দাম বাড়ছে তা হলো- জ্বালানি তেল, সিগারেট, মোবাইল ফোনসেট, সিলিং ফ্যান, এলপিজি সিলিন্ডার, সেভিং ল্যাম্প, আমদানি করা বাইসাইকেল টিউব, হাইব্রিড গাড়ি।

আর যেসব পণ্যের দাম কমছে তা হলো- পেয়াজ, রসুন, ভোজ্য তেল, সরকারি সেবা, কাগজ, ছোলা, চিনি, আয়ুর্বেদিক ওষুধের কাঁচামাল, ২৭০০ সিসি গাড়ি, ফার্নিচার।