সংসদের সাংবাদিক লাউঞ্জে রাষ্ট্রপতি

SHARE

hamid1বরাবরের মতো সাংবাদিকদের খোঁজ নিতে সংসদ ভবনের সাংবাদিক লাউঞ্জে ছুটে এলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এ্যাডভোকেট।

আজ বৃহস্পতিবার বাজেট অধিবেশন চলাকালীন বিকেল ৪টা ২৫ মিনিটে তিনি সাংবাদিক লাউঞ্জে আসেন।

এ সময় লাউঞ্জে উপস্থিত সব সাংবাদিকের সঙ্গে একে একে হাত মেলান সাবেক এ স্পিকার। সাংবাদিকদের সার্বিক খোঁজ খবর নেন তিনি। সবাইকে বঙ্গভবনে আমন্ত্রণও জানান রাষ্ট্রপতি।

ভাটির সার্দুলখ্যাত বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ তার স্বভাবসুলভ হাসি দিয়ে কথা বললেন সবার সঙ্গে। জনকণ্ঠের অসুস্থ সাংবাদিক নাজনীন আক্তারের খোঁজ নিতে গিয়ে বলেন, “আমি তার সঙ্গে একবার মোবাইলে কথা বলব।”

প্রায় ১০ মিনিট সাংবাদিক লাউঞ্জে অবস্থান করেছেন রাষ্ট্রপতি। তিনি আক্ষেপ করে বলেন, “আমার তো আসতে ইচ্ছে করে। কিন্তু আমি বের হলেই তো রাস্তা আটকে দিতে হয়। মানুষের কষ্ট হয়। সেজন্য না পারলে কোথাও যাই না।”

সাংবাদিকরাও তার সার্বিক খোঁজ খবর নেন। যাওয়ার আগেও একদফা হাসি ছড়িয়ে দেন রাষ্ট্রপতি।

এর আগেও একাধিকবার অধিবেশন চলাকালীন সাংবাদিক লাউঞ্জে এসে সাংবাদিকদের খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি।