রাজস্ব আদায়ে নতুন করদাতাদের ওপর জোর

SHARE

muhitরাজস্ব আদায়ে নতুন করে খুঁজে পাওয়া করদাতাদের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে অর্থমন্ত্রী বাজেটে রাজস্ব অর্জন ও আগামী বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা বিষয়ে রাজস্ব কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।

মুহিত বলেন, এনবিআর ঢাকা ও এর আশপাশের জেলায় যে জরিপ করেছে, তাতে বর্তমান করদাতার চেয়ে দ্বিগুণ নতুন করদাতা খুঁজে পেয়েছে।

বর্তমানে ১১ লাখ ব্যক্তি ও প্রতিষ্ঠান কর দেয়। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এবার খুঁজে পাওয়া নতুন করদাতাদের ওপর ‘আক্রমণ’ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।