কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

SHARE
kurigramকুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার রাতের এ ঘূর্ণিঝড়ে ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ও সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রাম ও সোনাহাট ব্রিজপাড় বাজারের পাঁচ শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আহত হয়েছেন অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লা জানান, ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে প্রাথমিকভাবে জিআর তহবিল থেকে ১০ থেকে ৩০ কেজি চাল প্রদান বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ চলছে।
ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন জানান, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা চলছে।