বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে সড়ক পথে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সড়কপথে চার দেশের (বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল) মধ্যে যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন চলাচলের জন্য ‘বিবিআইএন মোটর ভেহিকল এগ্রিমেন্ট (এমভিএ)’ সইয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি জানান, আগামী ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি সই হবে।