নেপালে ৪.৬ মাত্রার ভূমিকম্প

SHARE

nepal earthবিধ্বস্ত নেপালে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এবার শক্তিশালী নয়, মাঝারি মাত্রার। রোববার সকাল ১১টা ২ মিনিটে ৪.৬ মাত্রার এ কম্পন অনুভূত হয় রাজধানী কাঠমাণ্ডুসহ দেশের বিভিন্ন জেলায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার সূত্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল সিন্ধুপালচক জেলা।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিলের ভূমিকম্পের পর এ নিয়ে ৩০১ বার আফটার শকে কেঁপে উঠলো নেপাল। প্রাকৃতিক বিপর্যয়ে এখনো অবধি প্রায় নয় হাজার জনের মৃত্যু হয়েছে নেপালে।