তিস্তা না, ভারত থেকে ৪৪ নদীর পানি আসবে

SHARE

Mozammalমুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শুধু তিস্তা কেন, ভারত থেকে ৪৪ নদীর পানিই আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এ পানি আসবে। কিভাবে পানি আসবে, কিভাবে এটা করতে হবে সেটা তিনিই ভাল জানেন।

ঐতিহাসিক ৬ দফা দিবসের এক আলোচনা সভায় রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের সাথে ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে তিনি বলেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে। কিভাবে আঙ্গুল বাঁকা করতে হয় তাও নেত্রী জানেন। বার্মা সমুদ্রসীমা নিয়ে আমাদের কথা শুনেনি, কিন্তু আন্তর্জাতিক আইন আছে। সে আইনের মাধ্যমে আমরা আমাদের সমুদ্রসীমা বুঝে পেয়েছি। পানির ক্ষেত্রে ভারত সোজা হলে ভাল, না হলে কি করতে হবে তা বাংলাদেশ সরকার জানে।

আ স ম আব্দুর রব ও শাহজাহান সিরাজের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা সময়ে সরব অসময়ে নীরব। শাহজাহান সিরাজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পল্টনে বঙ্গবন্ধুর উপস্থিতিতে ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। কিন্তু তিনি যখন সংসদে দাঁড়িয়ে বলেন জিয়ার ডাকে যুদ্ধে গেছেন তখন লজ্জার সীমা থাকে না। কোন তলদেশে তারা চলে যাচ্ছেন? গর্ব করে যারা নিজেদের ইতিহাস বলতে পারতো তারা অন্যের কথা বলে।

বঙ্গবন্ধুর ৬ দফার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের অনেকেই ৬ দফা মানেনি। কিন্তু তারা শেষমেষ আওয়ামী লীগ থেকে চলে গেছেন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।