নুতন দুটি সৌরজাগতিক গ্রহের আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর একটিতে তরল পানি থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পানির জন্য যে উষ্ণতা প্রয়োজন ওই গ্রহে সেটি থাকার উপযুক্ত ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।
গ্রহ দুটি আমাদের সূর্যের পাশের একটি প্রাচীন নক্ষত্রের কক্ষপথেই ভ্রমণ করছে।
গ্রহ দুটির একটি সূর্যের পাশের নক্ষত্রটির এতটুকু দূরত্বে ভ্রমণ করছে, যাতে করে এর ভূপৃষ্ঠে তরল পানি থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যা প্রাণের অস্তিত্বও সমর্থনের জন্য মূল উপাদান।
গ্রহ দুটির নাম দেওয়া হয়েছে কেপট্যাইন’স স্টার। ডাচ জ্যোতির্বিজ্ঞানী জ্যাকোবাস কেপট্যাইন এর নামে এ নামকরণ করা হয়েছে। ১৯ শতাব্দীর শেষের দিকে তিনি মূল গ্রহটি আবিষ্কার করেছিলেন।
কেপট্যাইন’স স্টারটি হচ্ছে নভোমণ্ডলে ছায়াপথবর্তী জ্যোতিশ্চক্রের আওতায় সবচেয়ে দ্রুত চলমান নক্ষত্র। যা আমাদের ছায়াপথের একই ডিম্বাকৃতির নক্ষত্রের অন্তর্ভূক্ত।
সূর্যের তিনভাগের একভাগ ভরের লোহিত রঙের গ্রহটি অপরিপক্ক টেলিস্কোপ দিয়েও দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানীদের নতুন গ্রহ দুটি আবিষ্কারের খবরটি প্রকাশ করা হয়েছে রয়াল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক নোটিশেস-এ।