বৈঠক শেষে কথা বলছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ

SHARE

যেকোনো পরিস্থিতিতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রবিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত সংলাপের দ্বিতীয় ধাপের ১৯তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, কমিশনের আলোচ্য ১৮টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১০টিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, যদিও এর মধ্যে কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সাতটি বিষয়ে এখনও ঐক্যমত হয়নি এবং তিনটি বিষয়ে আলোচনা অসমাপ্ত রয়েছে। অসমাপ্ত বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনা প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, ওই সাতটির মধ্যে একটি ইস্যু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কমিশনের কাছে পাঠানো হয়েছে এবং কমিশন যত দ্রুত সম্ভব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।

এ ছাড়া আরও তিনটি সংস্কার ইস্যু এখনো আলোচনার জন্য তোলা হয়নি বলেও জানান অধ্যাপক রিয়াজ।

এদিকে, রবিবারের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি বলেন, আজ তিনটি ইস্যু আলোচনায় এসেছে, যার মধ্যে পুলিশ কমিশন গঠন একটি একেবারে নতুন প্রস্তাব।

এছাড়াও সংলাপের এই পর্বে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছে। সেগুলো হলো: রাষ্ট্রের মৌলিক নীতিমালা এবং নাগরিকদের মৌলিক অধিকার প্রসার।