জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত করা হয়েছে। সেখানে দুটি চুল্লি বন্ধ করে দেওয়া হচ্ছে। দেশশটির পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে।
নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি (এনআরএ) জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু অঞ্চলের জেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেটর স্থানীয় সময় শনিবার রাতে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোনগুলো শনাক্ত করেছে।
জাপানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওপর ও কাছাকাছি অননুমোদিত ড্রোন উড়ান নিষিদ্ধ বলে এনআরএ ও পুলিশ জানিয়েছে।
এনআরএর এক মুখপাত্র বলেছেন, ‘ঘটনাটি জানার পর কোনো অস্বাভাবিকতা শনাক্ত করা যায়নি এবং বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কোনো ড্রোনও পাওয়া যায়নি।’
পুলিশের মুখপাত্র মাসাহিরো কোশো বলেছেন, কী উদ্দেশ্যে এগুলো উড়ানো হয়েছে তা জানা যায়নি।
এদিকে কিউশু ইলেকট্রিক পাওয়ার কম্পানি সাগা প্রিফেকচারের জেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চারটি চুল্লির মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে।
২০১১ সালে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে সৃষ্ট ফুকুশিমা বিপর্যয়ের পর কঠোর নিরাপত্তা মান প্রবর্তন করে বিদ্যুৎকেন্দ্রের অন্য চুল্লিগুলো পুনরায় চালু করা হয়। ফুকুশিমা বিপর্যয়ের ১৪ বছর পর সরকার আবারও পারমাণবিক শক্তির দিকে ফিরে আসার পর গত মাসে জাপানে ৬০ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক চুল্লি পরিচালনার অনুমতি দেওয়া একটি আইন কার্যকর হয়েছে।