ব্র্যাডম্যান-গাভাস্কারের কীর্তি স্পর্শ করলেন গিল

SHARE

‘জাদুর কাঠিই’ যেন পেয়েছেন শুবমান গিল। ভারতের টেস্ট অধিনায়কত্ব পেয়ে যে অবিশ্বাস্যভাবে জ্বলে উঠেছেন তিনি। রানের ফোয়ারা ছুটাচ্ছেন ২৫ বছর বয়সী ব্যাটার।

ব্যাট হাসায় একের পর এক কীর্তিতে নাম তুলছেন গিল।
তেমনি এক কীর্তির সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের সর্বকনিষ্ঠ অধিনায়ক। অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরি। ম্যানচেস্টার টেস্টের আজকের সেঞ্চুরিটি সিরিজে তার চতুর্থ।

গিলের আগে এই কীর্তি গড়েছেন দুই কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কার।
প্রথম এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্র্যাডম্যান। ১৯৪৭-৪৮ মৌসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৪ সেঞ্চুরি হাঁকান তিনি। আর গাভাস্কার তার কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৭৮-৭৯ মৌসুমে তিনিও ঘরের মাঠে ৪ সেঞ্চুরি হাঁকান।

গিল কীর্তিটা গড়লেন পরের মাঠে। ইংল্যান্ডের বিপক্ষে এখনো এক টেস্ট বাকি থাকায় সুযোগ থাকছে দুই কিংবদন্তিকে পেছনে ফেলার। অধিনায়ক হিসেবে যেমন তৃতীয় ঠিক তেমনি ভারতীয় ব্যাটার হিসেবেও তৃতীয় তিনি। তার আগে ৪ সেঞ্চুরি হাঁকিয়েছেন গাভাস্কার (২) ও বিরাট কোহলি।

অধিনায়ক হিসেবে আরেকটি তালিকাতেও কিংবদন্তিদের পাশে বসেছেন গিল।
এক সিরিজে ৭০০ প্লাস রান করার কীর্তিতে। তার আগে এই কীর্তি গড়েছেন- ব্র্যাডম্যান (২ বার), স্যার গ্যারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, গাভাস্কার, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ ও গ্রায়েম স্মিথ। বর্তমানে গিলের রান ৭২২। আজ ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১০৩ রানের।