ঐক্যবদ্ধ না থাকলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে: শামা ওবায়েদ

SHARE

ঐক্যবদ্ধ না থাকলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি বলেন, ভোটের মাঠে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রত্যেক নেতাকর্মী ও সমর্থককে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুকরা বাজার মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সকাল সকাল ভোট দিতে যাবেন। আপনাদের এক একটি ভোট সুন্দর সালথা ও নগরকান্দা গড়ার জন্য দায়বদ্ধ থাকবে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, দলের ভেতরে বিভক্তি নয়, ঐক্যই হবে বিজয়ের মূল শক্তি।

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের কাছে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে হবে।

উঠান বৈঠকে সোনাপুর ইউনিয়ন বিএনপির নেতা কাওছার মাতুব্বরের সভাপতিত্বে এবং বিএনপি নেতা সরোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৈঠকে উপস্থিত নেতারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।