সংযুক্ত আরব আমিরাত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলা চালাতে দেওয়া হবে না।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি মার্কিন ‘নৌবহর’ উপসাগর অভিমুখে এগোচ্ছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন-পীড়নের পর ওয়াশিংটন ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ‘ইরানের বিরুদ্ধে কোনো বৈরী সামরিক কর্মকাণ্ডে তার আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে’।
আমিরাতের রাজধানী আবুধাবির কাছে আল ধাফরা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হাজারো সেনাসদস্য মোতায়েন রয়েছে, যা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনার একটি।
বিবৃতিতে আরো বলা হয়, সংযুক্ত আরব আমিরাত কোনো ধরনের হামলার জন্য লজিস্টিক সহায়তাও দেবে না। এতে উল্লেখ করা হয়, ‘বর্তমান সংকটগুলো মোকাবিলায় সংলাপ, উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম পথ’।




