মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামিদের গ্রেফতার করতে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার সকালে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
সরকারকে ১৫ দিনের মধ্যে এই কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
একই সঙ্গে মনিটরিং কমিটিকে প্রতি ৪০ দিন পরপর আসামিদের গ্রেফতারের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের জন্যও বলা হয়েছে।