দুই সহযোদ্ধাকে হত্যা করে দ. কোরিয়ায় সৈনিকের আত্মহত্যা

SHARE
south koriyaদক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনীর একটি ব্যারাকে এলোপাথাড়ি গুলি করে দুই সহযোদ্ধাকে হত্যা করে আত্মহত্যা করছে এক সৈনিক। এ সময় ওই সৈনিকের গুলিতে তিনজন হয়।
বুধবার সকালে দেশটির রাজধানী সিউলে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে বাধ্যতামূলক অনুশীলন চলাকালে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাদ দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ খবর জানায়।
ওই প্রতিবেদনে জানানো হয়, সহযোদ্ধাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে আত্মহত্যা করে ওই সৈনিক। সামরিব বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।
দক্ষিণ কোরিয়ায় সামরিক বাহিনীর ব্যারাকে এ ধরণের ঘটনা নতুন নয়। তবে প্রশিক্ষণকালে এ ধরণের ঘটনা কিছুটা অস্বাভাবিক।
গত বছর এক সৈনিক সহকর্মীদের দিকে গ্রেনেড ও গুলি ছুঁড়ে। এতে পাঁচ সৈনিক নিহত ও সাতজন আহত হয়। যদিও পরে ওই সৈনিক স্বীকার করেছিল  অপমানের বদলা নিতে ওই ঘটনা ঘটিয়েছিলেন তিনি।
পাশ্ববর্তী দেশ উত্তর কোরিয়ার সাথে পেরে ওঠার জন্য দক্ষিণ কোরিয়ার সক্ষম পুরুষ নাগরিকদের বাধ্যতামূলক দুই বছরের প্রশিক্ষণ নিতে হয়। এ প্রশিক্ষণ শেষে সৈনিক হিসেবে আট বছর সামরিক প্রশিক্ষণে অংশ নিতে হয়। এর মধ্যে প্রথম ছয় বছর ড্রিল করতে করতে গুলি ছোঁড়ার প্রশিক্ষণে অংশ নিতে হয়। তবে অতীতের ঘটনাগুলোর আলোকে এ ধরণের প্রশিক্ষণে শৃঙ্খলা ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।