কোপা আমেরিকায় আর্জেন্টিনার অধিনায়ক মেসি

SHARE

messi15চলতি গ্রীষ্মে চিলিতে অনুষ্ঠিতব্য ২০১৫ কোপা আমেরিকা টুর্নামেন্টের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন।

আবারো দলের নেতৃত্বের ভার পড়েছেন বার্সেলোনা সুপারস্টার লিয়নেল মেসির কাঁধে। তারকাসমৃদ্ধ দলে আরো রয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো, জুভেন্টাসের কার্লোস তেভেজ, নাপোলির গঞ্জালো হিগুয়েইন, পিএসজির এজেকুয়েল লাভেজ্জি এবং বেনফিকার নিকোলাস গেইটিন। এছাড়া টটেনহ্যামের মিডফিল্ডার এরিক লামেলাও দলে ডাক পেয়েছেন। আগামী ১ জুন ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করা হবে।

ইংলিশ প্রিমিয়ার লীগের বেশ কয়েকজন খেলোয়াড়ের উপর আস্থা রাখা হয়েছে। যাদের মধ্যে আছেন ম্যানচেস্টার সিটির পাবলো জাবালেটা, মার্টিন ডেমিচিলিস, ম্যানচেস্টার ইউনাইটেডের এ্যাঞ্জেল ডি মারিয়া ও মার্কোস রোহো এবং সোয়ানসি সিটির ডিফেন্ডার ফেডেরিকো ফার্নান্দেজ।

আগামী ৫ জুন চিলিয়ান বর্ডার সান হুয়ানে কোপা আমেরিকার প্রতিদ্বন্দ্বী বলিভিয়ার সাথে প্রথম অনুশীলন ম্যাচ খেলবে মেসি বাহিনী। এবারের প্রতিযোগিতায় গ্রুপ-বি’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে, প্যারাগুয়ে এবং জ্যামাইকা।

১৬ জুন লা সেরেনাতে প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই ভেন্যুতে তিনদিন পরে প্যারাগুয়ের এবং গ্রুপের শেষ ম্যাচে ২০ জুন ভিনা ডেল মারেতে জ্যামাইকার মোকাবেলা করবে।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাওয়েল গাজম্যান, মারিয়ানো আনডুজার, অগাস্টিন মারচেসিস।

ডিফেন্ডার : পাবলো জাবালেটা, ফাকুনডো রোনকাগলিয়া, এজেকুয়েল গ্যারি, মার্টিন ডেমিচেলিস, নিকোলাস ওটামেন্ডি, ফেডেরিকো ফার্নান্দেজ, মার্কোস রোহো, মিল্টন কাসকো, লুকাস ওরবান।

মিডফিল্ডার : জেভিয়ার মাসচেরানো, লুকাস বিগলিয়া, ইভার বানায়েগা, রবার্টো পেরেইরা, ফার্নান্দো গাগো, এ্যাঞ্জেল ডি মারিয়া, ফেডেরিকো মানকুয়েলো, ম্যাক্সি রড্রিগুয়েজ, এনজো পেরেজ, এরিক লামেলা, জেভিয়ার পাস্তোর।

ফরোয়ার্ড : লিয়নেল মেসি, নিকোলাস গেইটিন, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, এজেকুয়ের লাভেজ্জি, গঞ্জালো হিগুয়েইন।