জুলাই শহীদদের আজীবন মনে রাখতে হবে : উপদেষ্টা আদিলুর

SHARE

সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আমাদের সারাজীবন মনে রাখতে হবে। তাদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আগামীতে যারাই সরকার গঠন করুক, তাদেরও এটি স্বীকার করতে হবে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান জানান, প্রথম ধাপে সরকার জুলাইয়ের ৮৩৪ জনের বেশি শহীদ পরিবারের হাতে প্রতিশ্রুত সহায়তা পৌঁছে দিয়েছে। ওয়ারিশান সম্পর্কিত সমস্যাগুলো বাদ দিয়ে আহতদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসাভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।