বিশেষ অভিযানে গ্রেপ্তার আরো ১৫৫২

SHARE

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে এক দিনে মোট ১ হাজার ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭৯ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৩ জন।

মঙ্গলবার (৫ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, সোমবার (৪ আগস্ট) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫২ জনকে গ্রেপ্তার করে।
এ সময় একটি দেশীয় দোনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি কিরিচ, তিনটি দেশীয় রামদা ও দুটি ছুরি উদ্ধার হরা হয়।

পুলিশ সদর দপ্তর আরো জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।