অভুক্ত ফিলিস্তিনিদের নিয়ে নতুন পরিকল্পনা ইসরায়েলের

SHARE

গাজায় মানবিক ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে নতুন পরিকল্পনা করছে ইসরায়েল। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিবর্তে ধাপে ধাপে এবং নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার মাধ্যমে গাজায় স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে পণ্য প্রবেশ করানো হবে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো গাজা উপত্যকায় ত্রাণের পরিমাণ বাড়ানো এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ওপর নির্ভরতা কমানো।

এই পরিকল্পনার আওতায় গাজার সীমিত সংখ্যক ব্যবসায়ীকে পণ্য আনার অনুমতি দেওয়া হয়েছে, তবে তা নির্ধারিত নিরাপত্তা যাচাই ও অন্যান্য শর্ত পূরণের ভিত্তিতে। এসব পণ্যের মূল্য শুধুমাত্র ব্যাংক স্থানান্তরের মাধ্যমে পরিশোধ করা যাবে এবং তা একটি নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে নজরদারির মধ্যে থাকবে।

সব পণ্যই তদারকি ও পরিদর্শনের আওতায় থাকবে, তবে ঠিক কারা এই অনুমোদিত ব্যবসায়ী, তা এখনো স্পষ্ট নয়।

গাজার জনগণ বর্তমানে চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে, যেখানে নগদ অর্থের সংকট এবং ব্যাংক থেকে অর্থ তোলার অক্ষমতার কারণে অনেকেই বার্টার পদ্ধতিতে (পণ্যের বিনিময়ে পণ্য) লেনদেন করতে বাধ্য হচ্ছেন।

এদিকে মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই পদক্ষেপকে মানবিক সংকট আরো গভীর করার উদ্যোগ হিসেবে অভিহিত করেছে এবং গাজায় ত্রাণ সরবরাহের জন্য জাতিসংঘের কেন্দ্রীয় তদারকি পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে।