শুধু পায়ের কারুকাজেই নয়, মাঠের বাইরেও ফ্যাশন ও চুলের স্টাইল দিয়ে আলোচনায় থাকেন নেইমার জুনিয়র। সম্প্রতি সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে আবার ঘরের ক্লাব সান্তোসে ফিরেই যেন পুরোনো নেইমারে রূপ নিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। নতুন হেয়ারস্টাইল যেমন নজর কেড়েছে, তেমনি পায়ের যাদু ফিরে পেয়েছেন তিনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ব্রাজিলিয়ান লিগে মুখোমুখি হয় সান্তোস ও জুভেন্টুড।
সান্তোসের হয়ে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন নেইমার। তার নৈপুণ্যেই ৩-১ ব্যবধানে জিতে লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে সান্তোস।
ম্যাচের ৩৭তম মিনিটেই প্রথম গোল এনে দেন নেইমার। এরপর ৪০তম মিনিটে আলভারো ব্যারিয়াল ব্যবধান দ্বিগুণ করেন।
তবে বিরতির আগেই একটি গোল শোধ করে জুভেন্টুড। দ্বিতীয়ার্ধে সান্তোসকে বেশ চাপে ফেলেছিল প্রতিপক্ষ দলটি।
তবে ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে জয়ের পথটা নিশ্চিত করেন নেইমার। আর গোল না হওয়ায় ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
এই জয়ে লিগে শেষ তিন ম্যাচের হতাশা পেছনে ফেলেছে সান্তোস। আগের তিন ম্যাচে ছিল দুটি হার ও একটি ড্র। এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে অবস্থান করছে ব্রাজিলিয়ান ক্লাবটি।