সালমান খানের হাত ধরে পনেরো বছর আগে ‘বীর’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে জারিন খানের। পর পর কয়েকটি ছবি করে বলিউড থেকে উধাও হয়ে যান নায়িকা। বর্তমানে সিনেপর্দায় তাকে দেখা যায় না বললেই চলে। তবে সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি।
মাঝেমাঝে ট্রলের মুখেও পড়েন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। নেটপাড়ায় আবারও জারিনকে নিয়ে কটাক্ষ, তবে এবার ফুঁসে ওঠলেন নায়িকা।
সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টে এক নেটিজেন লেখেন, ‘বিয়ে করে নিন।
আপনার বয়স হয়ে যাচ্ছে।’ এই মন্তব্য পড়েই রীতিমতো রাগে ফেটে পড়েন জারিন। পালটা একটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘জীবনের সব সমস্যার সমাধান হিসাবে বিয়েকেই দেখা হয়। কিন্তু কেন? বিয়েটাই কি জীবনের সব? বিশেষ করে মেয়েদের জন্য?’
জারিন আরো লিখেন, ‘আমি আমার সাম্প্রতিক এক পোস্টে একটি মন্তব্য পড়েছি এরকম।
আপনারাই আমাকে বলুন, আমি যদি বিয়ে করি তাহলে কি আমার বয়স কমবে? আমি কি আবার যৌবনে ফিরে যাব? যদি তা না হয় তাহলে এমন মন্তব্যের কী অর্থ? আমি বুঝি না এই ধ্যানধারণা মনের মধ্যে পোষণ করার কী অর্থ? এগুলো কি শুধু আমাদের দেশেই দেখা যায় নাকি বিশ্বব্যাপী এই সমস্যা রয়েছে যে, বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কিভাবে সম্ভব?’