মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

SHARE

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে সম্প্রতি দেশটির অভিবাসন মহাপরিচালক ওয়াইবিএইচজি দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

এই সাক্ষাৎকে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আলোচনায় অভিবাসন সহযোগিতা, বিদেশি কর্মী ব্যবস্থাপনা এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, এমপ্লয়মেন্ট কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম এবং কাউন্সেলর মো. মুরশেদ আলম।

অন্যদিকে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে উপস্থিত ছিলেন প্রবাসী সেবা বিভাগের পরিচালক আব্দুল হাদী বিন মোহাম্মদ, নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাজওয়ান বিন আব মানান, বিদেশি কর্মী বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাজিব বিন ইয়াসিন, ভিসা, পাস ও পারমিট বিভাগের উপপরিচালক এফা নুরজাইনানি বিন্তি জাফর এবং আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান এলনিনা কারমেলা বাহানাং আনাক উঙ্গান।

সাক্ষাৎকালে ইমিগ্রেশন মহাপরিচালক জানান, দক্ষ, স্বচ্ছ ও কার্যকর অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।